বিদ্যালয়টিতে ৩টি ভবন আছে। একটি আধাপাকা ২টি পাকা। ৬টি শ্রেণীকক্ষ রয়েছে। ৫৬ শতাংশ জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এর সংক্ষিপ্ত মাঠ রয়েছে। মাটের সংঙ্গে রইয়েছে একটি জামে মসজিদম, একটি মাদাসা ও একটি কবরস্থান রইছে। বিদ্যালয়টিতে শিক্ষক/শিক্ষকা মোট ৮জন।
বিদ্যালয়টি ১৯৬৮ সালে রেজিষ্ট্রিকৃত হয়। ১৯৭৩ সালে জাতীয়করন হয়।
১১ জন সদস্য বিশিষ্ট কমিটি
২০০৯ ইং সাল হইতে ২০১৩ ইং সাল পর্যন্ত ১০০% সমাপনী পরিক্ষার ফলাফল
শিক্ষক মোট ৮ জন
৫ বছরে ১০০% পাশ
মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা।
কালিহাতী উপজেলা হইতে এলেঙ্গা- ভূঞাপুর মেইন রোডের সাথে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের ৩ কিলমিটার পশ্চিম দক্ষিনে ৩৬ নং মালতী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি। পাকা রাস্তার সাথেই।
২০০৯ সালে আমিনা আকাক্তার সাধারন
২০১০ সালে সাকিব হোসেন ট্যালেন্টপুল
শ্যামা মোদক ট্যালেন্টপুল
সেতু মোদক ট্যালেন্টপুল
লিজা আক্তার সাধারন
সুমন মিয়া সাধারন
২০১২ সালে তনিমা তাবাসুম ট্যালেন্টপুল
২০১৩ সালে শহীদুল ইসলাম সাধারন
তানভীর আহমেদ ট্যালেন্টপুল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস