কালিহাতিতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে কালিহাতি আর.এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়মিত মহান বিজয় দিবস-২০১৮ উদ্যাপনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণীর প্রস্ত্ততিমূলক মহড়া চলছে। উক্ত প্রস্ত্ততিমূলক অনুষ্ঠানে জনাব মোঃ আবু নাসার উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, কালিহাতি, জনাব ইসরাত সাদমীন, সহকারী কমিশনার (ভূমি), কালিহাতি সহ উপজেলার অনেক কর্মকর্তা এবং উপজেলার গন্যমান্য ব্যক্তি জনাব মোঃ আনোয়ারম্নল হক বাবুলসহ অনেকেই বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উক্ত প্রস্ত্ততিমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু নাসার উদ্দিন জানান ছো্ট ছোট ছেলেমেয়েদের সঠিকভাবে প্রশিক্ষণ না দিলে অনুষ্ঠানের ভিন্নতা আসবে না এবং তারা দেশপ্রেমে উদ্ভুদ্ধও হবে না। তাই বিজয় দিবসের মাহাত্ম তুলে ধরা এবং তাদেরকে দেশেপ্রেমে উদ্ভুদ্ধ করার লক্ষেই এ প্রস্ত্ততিমূলক শরীরচর্চা ও কুচকাওয়াজ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস